বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বন্টন ব্যবস্থা নিয়ে প্রশাসনিক বৈঠক হলো ফালাকাটায়

উৎপল রায়, ফালাকাটা:

ফালাকাটা ব্লকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে । এইমুহূর্তে দাড়িয়ে তৎপরতা দেখা গেল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। আজকে ফালাকাটা বিডিও অফিসের মিটিং হল এ অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। আগামী আগষ্ট মাসে রেশন বন্টন ব্যবস্থা কেমন করে করা হবে ও স্কুলের মিড ডে মিল কেমন করে বিতরন করা হবে তা নিয়ে আলোচনা বক্তব্য রাখেন বিডিও। সাথে করোনা ভাইরাস প্রতিরোধে যা যা করোনীয় তা নিয়ে আলোচনা বিএমওএইচ। এদিকে ফালাকাটায় নতুন করে এক সপ্তাহ লকডাউন নিয়ে ফালাকাটা ব্যবসায়ী সমিতি ও হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয় , তারা বরাবরই লকডাউন মেনে চলেছেন,কিন্তু দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাস দাপটে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীগন। নতুন করে লকডাউন করার ব্যাপারে ব্লক প্রশাসন কাছে তারা সিদ্ধান্ত ছেড়ে দেন। পাশাপাশি পূর্ন লকডাউন করতে ফালাকাটা ব্লকের সীমানা গুলিকে বন্ধ করার আবেদন ও রাখেন। আজকের আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বিডিও সুপ্রতীক মজুমদার,
বিএমওএইচ পার্থ সারথী কয়াল, ব্লক ফুড সাপ্লাই ইন্সপেক্টর রাজীব পাল , ফালাকাটা পঞ্চায়েত সমিতি সভাপতি সুরেশ লালা , কর্মাধ্যক্ষ রতন সরকার, গোপাল পদ সরকার, ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান, ফালাকাটা ডিলার অ্যাসোশিয়েশন সদস্য , বিরোধীদলের নেতৃত্ব, এলাকার সমস্ত সরকার স্বীকৃত ক্লাব ও সংবাদ মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *