হলদিবাড়ীতে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে আন্দোলন ভিআরপিদের

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি, ৬ই আগস্ট: ডেঙ্গু প্রতিরোধ সহ স্বাস্থ্য বিষয়ক কাজের জন্য রাজ্যজুড়ে প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এলাকায় গ্রামীণ সম্পদ কর্মী (ভিআরপি) নিয়োগ করেছে বর্তমান রাজ্য সরকার। এতদিন ন্যূনতম বেতনে কাজ করলেও কর্ম নিশ্চয়তা এবং মাসিক ১৫,০০০-১৮,০০০ টাকা বেতনের দাবিতে রাজ্য জুড়ে প্রতীকী আন্দলনে সামিল হলেন ভিআরপি কর্মীরা। বৃহস্পতিবার এই নিয়ে হলদিবাড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে প্রতীকী আন্দোলনে সামিল হন তারা।
হলদিবাড়ি ব্লকের ভিআরপি সংগঠনের ব্লক সভাপতি মধুসূদন রায়,পলাশ চক্রবর্তী ও বিপুল বর্মন প্রমুখরা বলেন, ‘রাজ্য সরকার গত লোকসভা ভোটের আগে জানিয়েছিলেন ভোটের পর আমাদের একটি সিস্টেমে আনবেন। কিন্তু প্রায় দশ মাস কেটে গেলেও এই বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। তাই আমাদের দাবি প্রতিশ্রুতি মোতাবেক আমাদের কর্ম নিশ্চয়তা এবং স্থায়ীকরণ করতে হবে, আমাদের স্বাস্থ্যসাথী সহ জীবন বীমা চালু করতে হবে, স্পর্শকাতর ডেঙ্গু ও কোভিড-১৯ পরিস্থিতিতে অতিরিক্ত সুরক্ষা দিতে হবে।’ যদি সরকার তাদের দাবি মেনে না নেয় তাহলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দলনে সামিল হবেন বলেও জানান আন্দোলনকারী ভিআরপি কর্মীরা। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *