একই পরিবারের ৫ সহ ধূপগুড়িতে নতুন করে আক্রান্ত ১৩, ঝুমুর এলাকায় ২, আংরাভাষায় ১
ধূপগুড়ি: শুক্রবার ধূপগুড়িতে নতুন করে করোনা পজেটিভ ১৩ জন। শহরে সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২১ জন । জানা গেছে,
১০ নম্বর ওয়ার্ডে একটি পরিবারের ৫ জন,
১৪ নং ওয়ার্ডের ১ জন , এবং
১৫ নম্বর ওয়ার্ডে ৪ জন।
এছাড়াও গ্রামীণ এলাকার তিনজন আক্রান্তের হদিস পাওয়া গেছে।
তারমধ্যে ঝুমুর এলাকার ২ জন
এবং আংরাভাসা ধীরেন দোকানের ১ জন বলে জানা গেছে।