উপসর্গ নাই শিলিগুড়ি পুলিশ কমিশনারের
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: শিলিগুড়ি হিমাঞ্চল বিহারের মানষি উত্তরবঙ্গ আর্মড পুলিশের আইজি’র পাছত এই বার করোনা আক্রান্ত শিলিগুড়ি পুলিশ কমিশনার অর্থব ত্রিপুরারি। বিতা কালি উমার পজিটিভ রিপোর্ট আছিচে। পুলিশ কমিশনার কয়, মোর রিপোর্ট পজিটিভ কিন্তু কোন উপসর্গ নাই। মুই ভালে আছঙ। এলা বাড়িত হোম আইসোলেশনে আছঙ।স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন অনুযায়ী চলির ধরিচে পুলিশ কমিশনার বুলি জানা গেইচে।