রেপিড টেস্ট হলো ছোট শালবাড়িতে
বিজয় বর্মন,শীতলখুচি: শিতলখুচি ব্লকের ছোট শালবাড়ী অঞ্চলের ছোট শালবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে করোনা রেপিড টেস্ট করল শীতলখুচি ব্লকের ব্লক স্বাস্থ্য দপ্তর। এদিন ছোট শালবাড়ী অঞ্চলের বিভিন্ন স্থানের বা বিভিন্ন গ্রাম থেকে গর্ভবতী মহিলা ও বয়স্কদের টেস্ট করা হয়। শীতলখুচি ব্লক হাসপাতালে আধিকারিক শম্ভু অধিকারী বলেন রবিবার প্রায় ৩০০ জনের রেপিড টেস্ট করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তবে মোট 210 জনের রেপিড টেস্ট সম্পূর্ণ হল।তিনি আরও বলেন এর ফলাফল জানা গেছে পোর্টালে নিযুক্ত হলে পজিটিভ কেজের সংখ্যাটা জানানো হবে বলে জানান তিনি।