মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন এক সমাজসেবী
মনোজ ধর, শিলিগুড়ি: নিজের জন্মদিন স্মরনীয় করে রাখতে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন এবং সহযোগিতা করে আলিপুরদুয়ার লায়ন্স ক্লাব। আলিপুরদুয়ারের মেয়ে তথা আলিপুরদুয়ার বৈদিক সমাজের সদস্যা স্বগতালক্ষী গোস্বামীর এই মহান কর্মসূচিকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা।