শালবাড়িতে বাইক-পিক আপ সংঘর্ষ, জখম ২
নিজস্ব সংবাদদাতা,ধূপগুড়ি: ধূপগুড়ির শালবাড়ি এলাকায় বাইক এবং পিক আপের সংঘর্ষে গুরতর আহত – দুই। ইতিমধ্যেই দুই জনকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বারবার এলাকায় দুর্ঘটনা ঘটে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, ফালাকাটা অভিমুখে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল এবং ধূপগুড়ি অভিমুখে বাইক যাচ্ছিল এমন সময় মুখোমুখি সংঘর্ষ হয় তাদের।