দুই নাবালক নাবালিকাকে উদ্ধার করল ঘোকসাডাঙা থানার পুলিশ
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা :দুই নাবালক নাবালিকাকে উদ্ধার করল ঘোকসাডাঙা থানার পুলিশ। সোমবার মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরকারি বাগান এলাকা থেকে দুই নাবালক নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় ঘোকসাডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,তরকারি বাগান এলাকার সোনাতন দাস (১৯) আলিপুরদুয়ার জেলার ভোরাগুড়ি এলাকার ১৭ বছরের এক নাবালিকাকে বিয়ে করবে বলে নিজের বাড়িতে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে জানান থানা সূত্রে জানা গিয়েছে।