শহীদ ক্ষুদিরাম বসুর ১১২ তম প্রয়াণ দিবস পালন করল প্রভাতী সংঘ
সৌমিত্র বর্মন, ফুলবাড়ি :- বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১২ তম প্রয়াণ দিবস পালন করল মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের প্রভাতী সংঘ ও পাঠাগার।এদিন ভারতের জাতীয় পতাকা ও সংঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংঘের সদস্যরা। সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার বর্মন বলেন, প্রতিবছর আমরা সংঘের পক্ষ থেকে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে অষ্টম দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি।কিন্তু এবছর কোভিড-১৯ পরিস্থিতির কারণে টুর্নামেন্ট বন্ধ রাখা হয়েছে।এবার শুধু শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস পালন করা হলো।