গুগল মিটের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস পালন করল চোপড়ার এক সেচ্ছাসেবী সংস্থা
জয়দেব গোপ,চোপড়া,করােনা মােকাবিলায় লকডাউনের প্রথম দিক থেকেই মানুষকে সচেতন করতে একাধিক কাজের সঙ্গে আবারাে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল স্বেচ্ছাসেবী সংস্থা দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সােসাইটিকে। ভারত সরকারের নেহরু যুব কেন্দ্র – উত্তর দিনাজপুর এর সহযােগিতায় এদিন জেলা পর্যায়ের আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়,গুগল মিটের মাধ্যমে। গোটা জেলা থেকে প্রায় বেশ কিছু যুবক/যুবতী এই অনলাইন ভার্চুয়াল কোভিড ১৯ মহামারী ও যুবকদের ভুমিকা শীর্ষক ‘সেমিনার ও কুইজ প্রতিযােগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযােগিতার বিভিন্ন বিভাগের প্রথম স্থান অধিকারিদের নিজ এলাকায় গিয়ে নবদিশার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এবং এদের নামের তালিকা উত্তর দিনাজপুর জেলা থেকে পশ্চিমবঙ্গ রাজ্য নেহরু যুব কেন্দ্রে পাঠানাে হয় বলে সংস্থার পক্ষে আনিসুর রহমান জানান।