গৃহবধূকে খুনের অভিযোগ উঠল পূর্ব মাঝাবাড়িতে
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: ডাবগ্রামের পূর্ব মাঝাবাড়ি এলাকায় এক গৃহবধূ খুনের অভিযোগ এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।এরপর রবিবার ঘটনাস্থলে আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। জানা গেছে, রামপ্রসাদ পোদ্দার এর সাথে মামন সাহার বিয়ে হয়।গৃহবধূর বাপের বাড়ি অম্বিকা নগর, গতকাল বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর ওই গৃহবধূ গতকাল রাতে খুন হয় বলে অভিযোগ।খুনের ঘটনা জানতে পেরে অম্বিকা নগর থেকে লোকজন অভিযুক্তর বাড়িতে এসে চড়াও হয় ।গতকাল রাতে পারিবারিক বিবাদের জেরে খুন করে বলে অভিযোগ করেছেন মামন সাহার বাড়ির লোকজন।ঘটনার পর মূল অভিযুক্ত পলাতক এবং পরিবারের অন্যান্য ৩ সদস্যদের পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।