নাবালককে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় ধর্ণা বিজেপির, ন্যায় বিচারের দাবি

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: নাবালককে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে ঐ নাবালককে সুবিচার দেওয়ার দাবিতে এবং নির্মম এই ঘটনার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার করনদিঘীতে ধর্ণা বিজেপির। ১৬, ১৭ ও ১৮ তারিখ পর্যন্ত ধর্ণা দেবে বিজেপি।

উল্লেখ্য যে, উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের লাহুতারা-১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা ফজলু রহমান ও তার এক সাথী মিলে এক ১৫ বছরের নাবালককে খুঁটিতে বেঁধে চাবুক দিয়ে বেধরক পেটান এবং সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ যে, ঐ নাবালক ছেলেটি একটি চুরি করতে গিয়ে ধরা পরে। ছেলেটির সাথে আরো ২ জন জড়িত ছিল। ওই ২ জনের মধ্যে ১ জন ওই ফজলু রহমানের ভাইপো ছিল বলে নাবালকটি স্বীকার করে। ঘটনার কথা শোনার পর নিজের ভাইপার দোষ আড়াল করতে ঐ প্রাক্তন উপ প্রধান নাবালকের ওপর বেধরক মারধর করেন। এদিকে ঐ ঘটনায় পুলিশ আইপিসির ৩৪২, ৩২৫, ৩৪ এবং জুভেনাইল জাস্টিসের ৭৫/৮২ নং ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
নাবালকের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও নাবালকটির সুবিচারের দাবীতে আগামী ১৬, ১৭, ১৮ তারিখ এই ৩দিন ব্যাপী করনদীঘি বিজেপির দলীয় কার্যালয়ে ধর্ণা চলবে। সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ধর্ণা চালাবে বিজেপি। এদিন ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন জেলার আদিবাসী মোর্চার সহ-সভাপতি রাম সোরেন, করনদীঘি বিধানসভার সংযোজক সত্যনারায়ণ সিংহ, করনদিঘি বিধানসভার আইটি সেল কনভেনর দীপঙ্কর দাস, ১৫ নং মন্ডলের সভাপতি অজয় কুমার সিংহ, মন্ডলের সাধারণ সম্পাদক পঙ্কজ সরকার ও তপন সিংহ, ১৪ নং মন্ডলের সাধারণ সম্পাদক অপিল সিংহ, ঐ মন্ডলের সহ-সভাপতি সুবোধ ১৩ নং B মন্ডলের সাধারণ সম্পাদক নেপাল দাস সহ অন্যান্য কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *