পরীক্ষা করাননি তারপরেও রিপোর্ট এল করোনা পজিটিভ, চাঞ্চল্য চাকুলিয়ায়

তন্ময় দাস, উত্তর দিনাজপুরঃ লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ছড়িয়ে পড়ছে গোষ্ঠী সংক্রমণের ভয়াবহতা। তারই মধ্যে কোভিড টেস্ট না করেও রিপোর্ট এল পজেটিভ। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লকে। জানা গেছে, গত ১১ই আগস্ট জেলার চাকুলিয়া ব্লকের বেলন পঞ্চায়েতের চাপর এলাকায় প্রায় ৮০ জনের লালারস সংগ্রহ করার এক কমিউনিটি টেস্টিং ক্যাম্প সংগঠিত হয় স্বাস্থ্য দফতরের উদ্যোগে। গতকাল সেই টেস্টের রিপোর্ট আসে। সেই টেস্ট ক্যাম্পে লালারস না দিয়েও এক ব্যক্তির রিপোর্ট এল পজিটিভ। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সেই কভিড টেস্ট ক্যম্পে ভীড় থাকায় চারজন কর্তব্যরত কর্মীকে দিয়ে নাম নথিভুক্ত করানোও হয়। কিন্তু সেখানে লালারস দেননি অথচ এক ব্যক্তির রিপোর্ট এল পজেটিভ। এরপরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। তাদের বক্তব্য এই ঘটনা থেকেই পরিষ্কার টেস্টের নামে কি ধরণের কারবার চলছে এই জেলায়।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অবশ্য এ বিষয়ে উপযুক্ত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এলাকার পঞ্চায়েত সদস্য পুরো বিষয়টি গোয়ালপোখর-২ ব্লকের বিডিও র মাধ্যমে জেলা শাসকের নজরে এনেছেন বলেও খবর। তবে করোনা সংক্রমণ নিয়ে আতংক আর ভোগান্তির আবহে এই ধরণের “ভুল” বা দায়িত্বজ্ঞানহীনতা মারাত্মক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *