আবাস যোজনা নিয়া বিজেপির অভিযোগ
নিজ খবরিয়া, ধূপগুড়ি: প্রধানমন্ত্রী আবাস যোজনাত নাম থাকির পরেও বিরোধী দলের সদস্যলার নামের সাথে আধার লিঙ্ক করা হছে না বুলি অভিযোগ তুলিল ধূপগুড়ি ঝাড় আলতা ২ গ্রাম পঞ্চাইতের বিজেপি কর্মীলা। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসকেরটে লিখিত অভিযোগ জানায় প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তালা। অভিযোগকারী প্রদীপ সরকার কন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের সার্ভে হয়, ঘর পাওয়ার তালিকাত বিজেপি সমর্থক বেশ কয়টা পরিবারের নাম আছে। ঘর পাওয়ার জইন্যে আধার কার্ড লিঙ্ক করের নাগিবে, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চাইত বাছি বাছি তৃণমূল কংগ্রেস সমর্থক পরিবারলার আধার লিঙ্ক করালেও বাদ দিসে বিজেপির সমর্থক পরিবারগুলাক। তবে ঐ অঞ্চলের প্রধান জিতেন্দ্র রায়, বিজেপির অভিযোগ ভিত্তিহীন, তালিকাত থাকা সগারে নামের সাথে আধার লিঙ্ক করার কাজ চলেছে।