রায়গঞ্জ ও ইটাহারে গোখরো সাপ উদ্ধার
বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইটাহারে সাপ উদ্ধার করল উত্তর দিনাজপুর পিপলস ফর এনিম্যালস এর সদস্যরা।ইটাহার ব্লকের পোরষা গ্রামের গোপাল প্রামানিকের শোয়ার ঘর থেকে রাত দুটোয় ২৫ কিমি বাইক চালিয়ে সাড়ে তিন ফুটের কালাচ সাপ উদ্ধার করেন সংস্থার সদস্য সৌরভ সরকার।এছাড়া গতকাল রাত্রি ৯টার সময় রায়গঞ্জের বারোদুয়ারী এলাকার শিবেশ সরকারের বাড়ি থেকে সাপ উদ্ধার করেন সংস্থার সদস্য রক্তিম সরকার ও গনেশ দাস।আরো সুভাষগঞ্জের চাপদুয়ার সমবায় সমিতির গোডাউন থেকেও গতকাল পাঁচ ফুটের বড়ো গোখরো সাপ উদ্ধার করেন।আজ বিকেল বেলায় রায়গঞ্জের মহারাজা সংলগ্ন নাজিরপুর গ্রাম থেকেও জয় সরকারের শ্যালো ঘর থেকে প্রায় সাড়ে পাঁচ ফুটের গোখরো উদ্ধার করা হয়।সমস্ত সাপগুলি উদ্ধার করে বনদপ্তরের সহযোগিতায় জনবসতিহীন এলাকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান উত্তরদিনাজপুর পিপলস ফর এ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া।