বড়শৌলমারী অঞ্চলে প্রথম করোনা পজেটিভ-১মহিলা
নিজেস্ব সংবাদদাতা,সিঙ্গিজানি,১৯আগস্ট:- মাথাভাঙা দুই নং ব্লকের বড়শৌলমারী গ্রাম গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে বুধবার বড় শৌলমারি জুনিয়ার হাই স্কুলের মাঠে আয়োজন করা হয় করোনা টেস্ট শিবির। জানাযায় এই দিন নারী পুরুষ নির্বিশেষে মোট ২২৮জন মানুষ করোনা টেস্ট শিবিরের লালা রস পরীক্ষা করেন।সেই রিপোর্ট অনুসারে ওই অঞ্চলের ৫নম্বর এলাকার এক ৫০বছর মহিলা রিপোর্ট পজেটিভ এসেছে ও ওই বাড়ি কোয়ারেন্টাইন জোন ঘোষণা করা হয়েছে বলে জানাযাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।