কাজে পুনর্বহালের দাবিতে অবস্থান আন্দোলন পুন্ডিবাড়ি রেঞ্জের অস্থায়ী বনকর্মীদের

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কাজে পুনর্বহালের দাবিতে অবস্থানে বসলো বনবিভাগের পুণ্ডিবাড়ি রেঞ্জের ৩২ জন অস্থায়ী বনকর্মী। অবস্থানকারীদের অভিযোগ জুলাই মাসের পয়লা তারিখ একটি নোটিশ জারি করে গণ্ডার সংরক্ষণ প্রকল্পের কাজ থেকে তাদের ছাঁটাই করা হয়। এপর্যন্ত ৭ মাসের সাম্মানিক বকেয়া রয়েছে। তবুও তাঁরা দায়িত্ব পালন করে গিয়েছেন। কিন্তু লক ডাউনের মধ্যে এভাবে ছাঁটাই করার ফলে চরম বিপাকে পড়েছেন তারা।
বিষয়টি নিয়ে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে স্মারকলিপি প্রদানের অনুমতি চাইলে চলতি মাসের ১৯ তারিখ স্মারকলিপি প্রদানের অনুমতি দেওয়া হয়। কিন্তু সেদিন আমরা স্মারকলিপি দিতে গিয়ে জানতে পারেন রেঞ্জার সুরঞ্জন সরকার দায়িত্ব ছেড়ে অন্যত্র চলে গেছেন। তার জায়গায় নতুন একজন যোগদান করেছেন। এছাড়াও অপর এক বিট অফিসার অভিজিৎ নাগ ছুটিতে রয়েছেন। ওই দু’জনই বেশ কিছুদিন ধরে টালবাহানার পর ১৯ তারিখ স্মারকলিপি প্রদানের জন্য অনুমতি দিয়েছেন।
যদিও বিষয়টি নিয়ে সুরঞ্জনবাবু মুখ খোলেননি। তিনি জানিয়ে দেন তিনি এখন সেখানকার চার্জে নেই তাই কিছু বলতে পারবেন না। যা বলার উর্দ্ধতন কর্তৃপক্ষ বলবে।
অবস্থানকারীরা আরও জানান ২০১৭ সালে গণ্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য বন পরিচালন কমিটির মাধ্যমে আমাদের ৩২ জনকে ডেইলি লেবার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এমনকি ৩ বছর পর তাদের স্থায়ীকরণ করারও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু গত ৩০ জুন হঠাৎ করে কাজ থেকে প্রত্যাহারের নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের মাথায় বাজ ভেঙে পড়ে। তারপরেই তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করলে কর্তৃপক্ষের আশ্বাসে তা তুলে নেন। কিন্তু আজও সেই সমস্যার সমাধান না হওয়ায় পুনরায় অবস্থানে বসেন।

যদিও বিষয়টি নিয়ে ডিএফও বিমান বিশ্বাস বলেন তাদের গণ্ডার সংরক্ষণ প্রকল্পের জন্য নেওয়া হয়েছে। যেহেতু মার্চ মাস থেকে এই প্রকল্পের কোনরকম ফান্ড আসছে না। তাই তাদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ থেকে দু’মাসের জন্য তাদের কাজ স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ফাণ্ড এলে তাদের বকেয়া মিটিয়ে দিয়ে পুনরায় কাজে পুনর্বহাল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *