তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ পেলেন নস্যশেখ উন্নয়ন মঞ্চের গোলাম নবী আজাদ

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৪ অক্টোবর:- ২১য়ের বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলকে ঢেলে সাজাচ্ছে প্রায় সব রাজনৈতিক দল। সেই মত শাসক দলও দল গোছাতে ব্যস্ত। আর সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন উত্তরবঙ্গের তরুণ নেতা গোলাম নবি আজাদ। সোমবার এক প্রেস বিবৃতিতে একথা জানান সংগঠনের রাজ্য সভাপতি হাজি শেখ নুরুল ইসলাম। জানা গিয়েছে, কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুড়ি গ্রামের বাসিন্দা এই তরুণ নেতা গোলাম নবী আজাদ। ২০১৬ সাল থেকে উত্তরবঙ্গের ভূমি পুত্র নস্যসেখ জনজাতীর সার্বিক উন্নয়নের স্বার্থে পৃথক ” উত্তরবঙ্গ নস্যসেখ উন্নয়ন মঞ্চ” গঠন করে বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তিনি। নস্যশেখ উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতিও ছিলেন গোলাম নবী আজাদ। একাধিকবার প্রশাসনের কাছে বিভিন্ন দাবি গুলি তুলে ধরেছিলেন তিনি। এমনকি দাবিদাবা গুলি নিয়ে তার সঙ্গে উত্তরকন্যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি সাক্ষাৎকার হয়। পরবর্তীতে তাকে কোচবিহার জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ও অর্পণ করা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে তরুণ নেতা গোলাম নবী আজাদ জানান, বিষয়টি আমার অবগত ছিলনা, আমাকে এই দায়িত্ব প্রদানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সংখ্যা লঘু সেলের রাজ্য সভাপতি, আমার জেলা সভাপতি ও অন্যান্য দলীয় কর্ম কর্তাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের দলের জন দরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে দলের হয়ে দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *