কাজে অনিয়মের অভিযোগ বিডিওর বিরুদ্ধে, বিরোধীদের সহযোগিতায় অফিসে তালা ঝোলালো তৃণমূল কংগ্রেস
ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর : অনিয়মের অভিযোগ উঠলো করণদিঘীর বিডিওর বিরুদ্ধে। তালা ঝোলানো হলো পঞ্চায়েত সমিতির অফিসে। অভিযোগ পঞ্চায়েত সমিতিকে না জানিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন বিডিও।
উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের পঞ্চায়েত সমিতির কার্যালয়ের গেটে অনির্দিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দিল বিরোধী দলের সদস্যদের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্যরা। পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ, বিভিন্ন উন্নয়ন মুলক কাজ হচ্ছে পঞ্চায়েত সমিতিকে না জানিয়ে, একক ভাবে কাজ করছেন নির্বাহী আধিকারিক। তাই করনদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি , সহ-সভাপতি ও বিরোধী দলনেতা সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য ও সদস্যাগণ মিলে অনির্দিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দিল পঞ্চায়েত সমিতিতে।
অভিযোগ বিভিন্ন উন্নয়নের কাজ সম্পর্কে বিডিওর দপ্তর থেকে জানানো হয় না পঞ্চায়েত সমিতিকে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সদস্যদের কাজের প্রতি কাজের দাবি করে আসছেন গ্রামের সাধারণ মানুষজন। মানূষের কাছে অনেক সময় অপমানিত হতে হয় বলে জানান তারা। অবিলম্বে ব্লকের সমস্ত উন্নয়ন মুলক কাজ পঞ্চায়েত সমিতির মাধ্যমে করার দাবি তুলেছেন তারা।
এই ব্যাপারে সমষ্টি উন্নয়ন আধিকারিক যদি সমাধান না করে তাহলে তারা অনির্দিষ্ট কালের জন্য পঞ্চায়েত সমিতির গেটে তালা ঝুলিয়ে রাখবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ কামরুজ্জমান, সহ-সভাপতি স্যামুয়েল মার্ডি, বিরোধী দলনেতা সহ অন্যান্য সদস্যরা । লিখিত অভিযোগ পত্র জমা দেন জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল এর কাছে।