বিধাননগরত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের ইউনিট কমিটি গড়ন

নিজ খবরিয়া, ফাঁসিদেওয়া: রবিবার দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরত বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের বিধাননগর ইডনিট কমিটি গঠন হইল। কমিটির গড়েয়া বুলু সিংহ, ঢোকা গড়েয়া দীনেশ সিংহ,মাড়েয়া অর্জুন সিংহ, ঢোকা মাড়েয়া উত্তম সিংহ, ভান্ডারি অনন্ত সিংহ, ঢোকা ভান্ডারি ধনেশ্বর সিংহ হয়।এদিনা হাজির ছিলে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির ঢোকা মাড়েয়া বিবেকানন্দ সরকার আরহ কেন্দ্রীয় কমিটির সদস্য রমেন সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *