দেওয়ানগঞ্জ থেকে ভূজারিপাড়া যাওয়ার রাস্তা বেহাল হয়ে রয়েছে, নজর নেই প্রশাসনের

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি;কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দারা রাস্তার সমস্যার কথা তুলে ধরেন। এই গ্ৰাম পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ বাজার থেকে ভুজারিপাড়া পযর্ন্ত দুই কিলোমিটারের বেশি দীর্ঘ রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় পনেরো বছর আগে স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তাটি পাকা করা হয়েছিল। তার পর আর রাস্তাটির দিকে কেউ নজর দেয়নি।স্থানীয়দের অভিযোগ ,অনেক দিন আগেই রাস্তাটির পিচের চাদর উঠে গিয়েছে। রাস্তার মাঝে ছোটো – বড়ো গর্তের সৃষ্টি হওয়ায় মাঝের মধ্যেই দুর্ঘটনা ঘটে। তাতে বৃষ্টির জল জমে থাকায় চলাচলের সমস্যায় পড়তে হয়। এই এলাকায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পড়ুয়া থেকে রোগী সহ স্থানীয় বাসিন্দা সকলকেই বেহাল রাস্তার কারণে দুর্ভোগে পড়তে হয়।স্থানীয় বাসিন্দা সুবল কর্মকার,মহাদেব কর্মকার ও প্রকাশ কর্মকার জানান, বহুবার রাস্তাটি সংস্কারের ব‍্যাপারে স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস‍্যকে বলা হয়েছে ,কিন্তু কিছু হয়নি।অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে অসুবিধায় পড়তে হয়।হরিপদ রায় বলেন, বহু দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে।কোনো রকম সংস্কার করা হয়নি।বর্তমানে রাস্তার যা পরিস্থিতি যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে স্থানীয় গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায় বসুনিয়া বলেন, আমরা ওই রাস্তাটির ব‍্যাপারে উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছি।রাস্তাটির ব‍্যাপারে কোচবিহার জেলা পরিষদের খাদ্য কর্মাধ‍্যক্ষ গোপাল চন্দ্র রায় বলেন,ওই রাস্তাটির দ্রুত সংস্কারের ব‍্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *