ফালাকাটায় অফুরন্ত ক্ষতি তৃনমূল কংগ্রেসের!
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা: ফালাকাটা উপ নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস এক বর্ষিয়ান নেতাকে হারালেন, যিনি ফালাকাটা ২ নং অঞ্চলের উপ প্রধান চঞ্চল অধিকারী ছিলেন।চঞ্চল অধিকারী ৬২ বছর বয়সে অকাল মৃত্যুতে শোকাহত ফালাকাটা তৃণমূল কংগ্রেস কার্যকর্তারা। জানা যায় দু’দিন আগেই ব্রেইন স্ট্রোকের কারণে কোচবিহার শিলা নার্সিং হোমে ভর্তি থাকলেও আজ বৃহস্পতিবার সকালের দিকে উপ প্রধান চঞ্চল অধিকারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মরদেহ শেষ শ্রদ্ধা জানাতে প্রথমে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা এলাকায় শ্রদ্ধা নিবেদন করে। পরে ফালাকাটা প্রধান পার্টি অফিস কার্যালয় সহ ফালাকাটা দুই নং অঞ্চল প্রবেশ করে শেষ শ্রদ্ধা জানান সকলেই।