জমি দখলের তানে মদত দেওয়ার অভিযোগত আইসি সহ দুই পুলিশ অফিসার ক্লোজড

নিউজ ডেস্ক, শিলিগুড়িঃ
শিলিগুড়ি শালুগাড়া এলাকার বাসিন্দা সুশীলা রায়ের জমি দখল করিবার তানে জমি মাফিয়াক মদত দেওয়া আরহ ৭০ বছর বয়সের সুশীলা দেবীক রাতির অন্ধকারত হেনস্থা করার অভিযোগে শিলিগুড়ি ভক্তিনগর থানার আইসি সুজয় টুঙ্গা আরহ সেকেন্ড অফিসার সন্দীপ সুব্বাক ক্লোজ করা হইল। সুশীলা দেবীর কাছ থাকি লিখিত অভিযোগ পাওয়ার পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারের নির্দেশে এই দুইজন অফিসারক বৃহস্পতিবার রাতিতে ক্লোজড করা হইসে। পাশাপাশি বিভাগীয় তদন্তও শুরু হইসে বুলি জানা গেইসে। এই বিষয় নিয়া অভিযুক্ত পুলিশ অফিসারের বক্তব্য পাওয়া যায় নাই।

অভিযোগ, শালুগাড়ার সুশীলা দেবীর প্রায় ১০৬ কাঠা জমি দখল করার তানে বেশকিছু দিন থাকি চেষ্টা করেছে সুরেশকুমার আগরওয়াল নামে এক জমি মাফিয়া। বাধ্য হয়া আদালতত যায়া ১৪৪ ধারা জারি করায় সুশীলা দেবী। অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করিয়া বুধবার রাতি করি সেই জমিত ঢুকার চেষ্টা করে জমি মাফিয়া। সুশীলা দেবী বাধা দিলে ভক্তিনগর থানার পুলিশ অমাক আর অমার দুই ভাতিজাক থানাত নিয়া যায়। এরপর এই নিয়া হইচই শুরু হলে মাঝরাতিত সুশীলা দেবীক ছাড়া হয়। জমি মাফিয়ালার হয়া ভক্তিনগর থানার পুলিশ কাম করেছে বুলি অভিযোগ উঠে। এই ঘটনা নিয়া কড়া প্রতিক্রিয়া দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী কন, তার জীবিত অবস্থায় এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবেনি। এই ঘটনায় অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে অমা জানান। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় মন্ত্রী গৌতম দেবের ভূমিকাত খুশী এলাকার বাসিন্দালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *