দলবদল অব্যাহত শিলিগুড়িতে
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: শুক্রবার সন্ধ্যায় বিজেপি শিলিগুড়ি জেলা কার্যালয়ে (জয়মনি ভবন) কংগ্রেসের দুই প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন MIC শ্রীমতি শিখা রায় (ওয়ার্ড: 46) এবং শ্রীমতি রুমা নাথ (ওয়ার্ড: 06) বিজেপি তে যোগদান করলেন। ওনাদের হাতে দলীয় পতাকা তুলেন দিলেন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার দ্বায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক দীপ্তিমান সেনগুপ্ত, ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদকদ্বয় রাজু সাহা ও আনন্দময় বর্মন, ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি জেলার সম্পাদক প্রসেনজিৎ পাল।
