গুগল পে দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জলপাইগুড়িতে
ধীমান রায়, জলপাইগুড়ি: আধুনিক প্রযুক্তি ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এক ব্যবসায়ী এবং ব্যবসায়ীর পুত্রের কাছ থেকে 62 হাজার 800 হাতিয়ে নেওয়া হল। জলপাইগুড়ির বুকে এমন ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ঘটনার বিবরণ প্রকাশ, মঙ্গলবার কলেজ ছাত্র শুভম পাল পড়ে যান অমৃত সিং নামে এক ব্যক্তির চক্রান্তে। গুগল পের এর মাধ্যমে 62 হাজার 800 টাকা হাতিয়ে নেয়া হয় নিমেষের মধ্যে। এ বিষয়ে শুভম জানান টাকা দেওয়ার সময় অনেকটা হিপনোটাইজড হয়ে যান। শুভম এর বাবা রনজিৎ পালের জলপাইগুড়িতে একটি ঘড়ির দোকান আছে। বেশ কিছু ঘড়ির অর্ডার করে অভিযুক্ত। অভিযোগ, তাঁর কাছে মোট পরপর 62 হাজার 800 টাকা গুগোল পের মাধ্যমে পাঠিয়ে দেন শুভম। কিন্তু টাকা দেওয়ার পর তাঁর মনে হয় তা সঠিক লোকের কাছে যায়নি। এবং সেই টাকা ফেরত পাওয়া তার পক্ষে সম্ভব নয় বলে জানান শুভম। অভিযুক্ত ব্যক্তি একাধিক নাম ব্যবহার করছেন বলে অভিযোগ। অভিযুক্তের আধার কার্ডে আরেকটি নাম রয়েছে বলে জানা যায়। এ নিয়ে বুধবার জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন শুভম ও তার বাবা রনজিৎ পাল। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।