নদীর জলত ডুবি মারা গেইল তিন ভাই বোইনি
প্রশান্ত কার্জী, শামুকতলা: তিনটা ছোট্ট ছাওয়াক থুইয়া বাপ মাও হাট গেইসে হান্ডি, কান্তাই কিনির বাদে। আর সেই সুযোগে বাড়ির বগলের নদীত নামি গাও ধুবার যায়া জলত তলে যায়া মারা গেইল তিন ভাই বোইনি। আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার সাউদ পাড়ার ঘটনা। ঘটনাটা ঘটিসে বিস্তিবার বিকাল পাঁচটার সময়। বাপ মাওয়ের কোলা ফাঁকা করি তিন ভাই বোইনির অচিন দ্যাশত চলি যাবার মর্মান্তিক এই ঘটনাত এলাকাত শোকের ছায়া নামিসে। তিনটা ছোট্ট ছাওয়া বিশাল খড়িয়া (৮), রুশাল খড়িয়া (৬) আর ঈশিতা খড়িয়া (৪) ভাই বোইনি। বাপ মাওয়ের হাট যাবার পর শুনশান বাড়ির বগলের খাটাজানি নদীর জলত গাও ধুবার যায় পুশুনাথ খড়িয়ার দুইটা বেটা আর ছোট্ট অ্যাকটা বেটি। তিনজনকে যেলা বাড়িত খুঁজি পাওয়া যাছে না, গ্রামের সোউগ মানষি চাইরো পাখে তিন ভাই বোইনিক চান্দের বাইর হয়। নদীর ধারিত জামা জুতা দেখি মানষির সন্দেহ হয়। তারপর নদীর জল থাকি খুঁজি পাওয়া যায় তিন ভাই বোইনির মরা দেহা। পরে ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ আসি তিনটা ছাওয়ার মরা দেহা ধরি যায় ময়না তদন্তের বাদে।