ময়নাগুড়িতে চালু হচ্ছে ১০৩ বেডের সেফ হোম
ময়নাগুড়ি, ১২ সেপ্টেম্বর : ময়নাগুড়িতে চালু হচ্ছে ১০৩ টি শয্যার সেফ হোম। দিন দিন ময়নাগুড়িতে করোনা সংক্রমণ বেড়েই চলছে। ফলে তাদের আলাদা করে রাখার বিষয়ে চিন্তিত ছিলো ব্লক প্রশাসন। সেকারনেই তৈরি করা হলো সেফ হোম। ময়নাগুড়ির পলিটেকনিক কলেজে এই সেফ হোমটি তৈরি হয়েছে। সেফ হোম তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। শুক্রবার সেই কাজ খতিয়ে দেখতে যান এসডিও রঞ্জন দাস, ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা, ময়নাগুড়ির বিডিও ফিন্টস শেরপা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ লাকি দেওয়ান, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, কৃষি কর্মাধক্ষ্য বিমলেন্দু চৌধুরী। শনিবার থেকে এই সেফ হোম চালু হওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারনে চালু করা হয়নি। তবে দ্রুত সেফ হোম শুরু করা হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া। তিনি বলেন, “এই প্রথম ময়নাগুড়িতে ১০৩ টি শয্যার একটি সেফ হোম তৈরি হলো। সমস্ত কাজ শেষ হয়ে গেলে দ্রুত এটি চালু করা হবে।এখানে মূলত করোনায় উপসর্গহীন রোগীদের রাখা হবে।”