মূখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান কেএসও এর
নিজ খবরিয়া, কোচবিহার: মঙ্গলবার “কামতাপুর স্টুডেন্টস্ অর্গানাইজেশন” (কেএসও) এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেএসও এর কোচবিহার জেলা কমিটির নেতৃত্বে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে মূখ্যমন্ত্রীকে মোট পাঁচ দফা দাবি নিয়ে একটা স্বারকলিপি পাঠানো হল। এই পাঁচ দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল আগামী ২০২১ সালে উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করার দাবি। এছাড়াও আরও চার দফা দাবি স্বারকলিপিতে ছিল, এগুলি ছিল- উত্তরবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে কামতাপুরী ভাষার Certificate Course চালু করতে হবে । উত্তরবঙ্গের তথা কামতাপুরের আদি ইতিহাস পাঠ্যপুস্তকে সামিল করতে হবে । উত্তরবঙ্গ তথা কামতাপুরের ভূমিপুত্রদের চাকরি ক্ষেত্রে ৮০% সংরক্ষন দিতে হবে। এছাড়াও উত্তরবঙ্গের জন্য পৃথক “School Service Commission” বোর্ড গঠন করতে হবে। আজকের এই স্বারকলিপি প্রদান সভায় উপস্থিত ছিলেন কেএসও এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন, কেএসও এর কোচবিহার জেলা কমিটির সভাপতি সন্তোষ বর্মন, কেএসও এর কোচবিহার জেলা কমিটির সদস্য গৌতম রায়, দীপক রায়, জলপাইগুড়ি জেলা কমিটির সহ সম্পাদক জয়ন্ত রায় প্রমুখ। কেএসও এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন জানান আগামী ২০২১ সালে উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করতেই হবে, না করলে উত্তরবঙ্গে কেএসও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি এও জানান যে, মাতৃভাষা যদি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার হয় তবে উত্তরবঙ্গের দুই বৃহত্তর জনগোষ্ঠী যাদের মাতৃভাষা কামতাপুরী তারা এই মৌলিক অধিকার থেকে বঞ্ছিত কেন?