কোচবিহারে চাইল্ড লাইনের বিশেষ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: চাইল্ড লাইনের উদ্যোগে বুধবার কোচবিহারের বানেশ্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী কলোনি এলাকার একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে সেই এলাকার শিশুদের নানারকম খাদ্য সামগ্রী ও লেবু চারা বিতরণ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর রুঙ্কু ঘোষ সরকার, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য জিতু মাহাতো, স্পার-এর নর্থ বেঙ্গল চ্যাপ্টার কোঅর্ডিনেটর বিমান মণ্ডল, চাইল্ড লাইনের সদস্য সুমন দে, অঙ্গনওয়াড়ি কর্মী শান্তনা সিংহ প্রমুখ উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও লেবু চারা বিলি করেন। বিমানবাবু জানিয়েছেন বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় শিশুদের খোঁজখবর নিতে গিয়ে দেখা যায় অনেকের বাড়িতেই খাবারের অভাব রয়েছে।
কয়েকদিন আগেই আমরা এই এলাকায় একটি সচেতনতা শিবির এবং একটি ওপেন হাউজ প্রোগ্রাম করি। সেখানে শিশুদের নানা সমস্যার মধ্যে খাবারের অভাবের কথা জানতে পারি। তাই এদিন সেখানে গিয়ে বেশকিছু শিশুর হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। এছাড়াও শিশুদের নানা সমস্যা নথিভুক্ত করতে এলাকায় ১৫ জন শিশুকে নিয়ে একটি দল গঠন করেছি, যারা তাঁদের সমস্যাগুলি তুলে ধরবে। পরবর্তীতে আমরা তাদের সমস্যাগুলি শুনে সমাধানের চেষ্টা করবো। এদিনের অনুষ্ঠানে কোভিড-১৯ নিয়ে আলোচনার পাশাপাশি শিশুদের অধিকার, সুরক্ষা, বাল্যবিবাহ, শিশু পাচার, শিশুদের নানা সমস্যা সংক্রান্ত বিষয় এবং অন্যান্য সচেতনতা মূলক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। অনুষ্ঠানে সকলের হাত স্যানিটাইজ করা হয়েছে।