প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও রক্তদান শিবির সফল চোপড়ায়
সুবল গোপ,চোপড়া: স্বর্গীয় ক্লাব সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল চোপড়া বিদ্রোহী ক্লাব। বুধবার চোপড়ায় বিদ্রোহী ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে মোট পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহিত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হয়। এদিনের এই শিবিরে প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা গাছ ও সঙ্গে সার্টিফিকেট দেওয়া হয়। ক্লাব সম্পাদক অভিজিৎ পাল এবং সভাপতি প্রশান্ত বসাক জানান করোনা সংকটকালে এই রক্তদান শিবির প্রচুর মানুষের কাজে লাগবে । এই রক্তদান শিবির এর মূল উদ্যোক্তা বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাপন দাস জানান বৃষ্টি উপেক্ষা করে ,চোপড়াতে রক্তদান শিবির দৃষ্টান্ত রাখল, গত দশ বছর পর প্রথম রক্তদান শিবিরের আয়োজন করল এই ক্লাব। এই রক্তদান শিবিরে উল্লেখযোগ্য রক্তদাতা ছিলেন চোপড়ার কুমারটোল গ্রামের মা ও ছেলে,নয়ন সিংহ ও তার ছেলে বিপুল সিংহ। নয়ন সিংহ জানান,রক্তের অভাবে তার ছোট ছেলে তাপস সিংহ ২২ বছর বয়সে মারা যায়। তাই রক্তের প্রয়োজনীয়তা তিনি হারে হারে বুঝেছেন। তাই তারা এদিন মা ও ছেলে রক্তদান করেছেন। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য মদন চ্যাটার্জি ,বিশ্বজিত পাল, সাগর বসাক প্রমুখ।