দোষীদের অবিলম্বে গ্রেপ্তার সহ কঠোর শাস্তির দাবি তুললেন জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি
সাজ্জাদ হোসেন আহমেদ, শীতলকুচি,২৩সেপ্টেম্বর: গতকাল রাতে শীতলকুচি ব্লকের বড়কৈমারী অঞ্চলে ধল্লারপাড় গ্রামের বাসিন্দা, পেশায় টোটো চালক রবিকান্ত বর্মনকে গাঙধর এলাকার রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে এলাকার লোকজন ছুটে আসেন এবং টোটো চালককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি এবং সেখানে পড়ে থাকা একটি পিস্তল উদ্ধার করে তুলে নিয়ে যান। শীতলকুচি পুলিশ সূত্রে জানা যায়, আততায়ীদের শনাক্ত করা যায় নি তবে পুলিশি তদন্ত চলছে। সূত্রের খবর, উক্ত মৃত টোটো চালক তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে দাবি তৃনমূলের। টোটো চালক রবিকান্ত বর্মনকে খুনের দোষীদের অবিলম্বে পাকড়াও করে তাদের চরম শাস্তির দাবী জানিয়ে আজ সকালে কয়েক ঘন্টার রাস্তা অবরোধও করেন সেখানকার টোটো ইউনিয়ন।
তৃণমূল সমর্থক টোটো চালকের গুলিবিদ্ধ হয়ে খুনের খবর পেয়ে শীতলকুচিতে ছুটে আসেন তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতীম রায়। তিনি মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সকলের প্রতি সমবেদনা জানান এবং এই নৃশংস খুনের সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী জানান। পার্থপ্রতীম রায় সেখানে সাংবাদিকদের বলেন, রবিকান্ত বর্মন তৃণমূলের সমর্থক। পরিবার সূত্রে,রাতে তার টোটোতে যে দুজন আরোহী উঠেছিলেন তাদের সম্পর্কেও তদন্ত করা হোক এবং এই পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে বিজেপির সন্ত্রাসে সাধারণ মানুষ আতঙ্কিত, এই ঘটনায় তাদের যোগ আছে বলে সন্দেহ করেন তিনি। তবে সেটাও তদন্ত করে বের করতে হবে বলে তিনি পুলিশের কাছে দাবি জানিয়েছেন ।
ঘটনাস্থলে ছুটে যান শীতলকুচি বিধায়ক হিতেন বর্মন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূণ্যগোবিন্দ সিংহ, তৃণমূলের বিধানসভা কমিটির সদস্য সাহের আলি মিয়া সহ অন্যান্য নেতৃত্বগণ। কিন্তু বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন, তৃনমূল কংগ্রেস বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি।