কালুয়ার ভাঙনতে নদীত ভাঙি পড়িসে শ্মশানের বিশ্রাম ঘর

নিজ খবরিয়া, গয়েরকাটা: কালুয়ার ভাঙনতে ধসি পড়ি গেইসে শ্মশান যাত্রীলার বাদে তৈরি করা বিশ্রাম ঘর। কৈনাগতের পর দিনে রাইতের চলা ঝড়িপানিত নদী হৈসে হুলস্থুল। সেই নদী কালুয়ার ভাঙনতে ভাঙি পড়িল অ্যাকটা গোটায় বিশ্রাম ঘর। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের আগিলা সাংসদ মনোহর তিরকীর এলাকা উন্নয়ন তহবিল থাকি ২০১০ সালে তৈয়ার করা হয় কালুয়ার পাড় শ্মশানের এই বিশ্রাম ঘর। নদীর ভাঙনতে সেই ঘরটা মুখ থুবুড়ি পড়ি আছে নদীর জলত। নদীর ভাঙনতে শ্মশান ঘাটের চিহ্ন মুছি যাবার মতন আবেহাল। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ অঞ্চলের মেছুয়াধুরা, যোগীঝোড়া, কালিবাড়ি এলাকা সোদে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ১ অঞ্চলের প্রধান পাড়া, সজনা পাড়া এলাকার বহু মানষির ভরসা এই শ্মশান ঘাট। শ্মশান ঘাট ভাঙি পড়ার পর থানীয় মানষির দাবি, নদীর ধারিত বান দেওয়া হোউক প্রশাসন থাকি। এই বিষয়ে সাকোয়াঝোড়া ১ অঞ্চলের প্রধান বিনোদ ওড়াওঁ কন, শ্মশান ঘাট নদীর ভাঙনতে ভাঙি পড়িসে নদীর বুকত, ঐ জাগাখান’ত নয়া করি শ্মশান ঘাট আর বিশ্রাম ঘর বানেবার ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *