সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র এস. পি. বালাসুব্রমনিয়ম প্রয়াত
ডেস্ক নিউজ: সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র এস. পি. বালাসুব্রমনিয়ম প্রয়াত।
করোনা থাকি মুক্ত হবার পরেও আর শ্যাষ রক্ষা হৈল না। ভারতের সঙ্গীত জগতের এক বর্ণময় ইতিহাসের আওসান হয়া গেইল। হিন্দি সঙ্গীত জগতের খালি নাহয় তামিল, তেলেগু, কানাড়া ভাষার গায়ক, সুরকার ডঃ এসপি বালাসুব্রমনিয়মের মৃত্যু হৈল ২৫শে সেপ্টেম্বর। ষোলটা ভারতীয় ভাষাত ৪০০০০ এর উপর গান গাইসে পদ্মভূষণ প্রাপ্ত এই শিল্পী। শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসাবে জাতীয় পুরস্কার, ইয়ার সাথত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সোদে কর্ণাটক সরকারের দেওয়া সম্মান পান। করোনা আক্রান্ত হয়া এম.জি.এম হাসপাতাল’ত ভর্তি হন। সুস্থ হবার পরেও উমার মৃত্যু হৈল। মৃত্যুর সময় উমার বয়স হয় ৭৪ বছর।