বৃষ্টি উপেক্ষা করে শিশুরা খেলায় মাতোয়ারা

বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি:
শৈশবটা বোধহয় এমনই হয়! অদম্য ইচ্ছা জীবনীশক্তি পেয়ে শৈশব বড়ই চির ব্যস্ত সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে। তাই টানা বৃষ্টিকে উপেক্ষা করে শিশুমন সমস্ত প্রতিকূলতাকে পিছু ফেলে মেতে উঠেছে হাডুডু খেলায়। বর্ষার সমাপ্তির পরেও উল্লেখ্য বেশ কিছুদিন থেকে নিয়মিত ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ঘরবন্দী উত্তরবঙ্গের জনজীবন। লাগাতার বৃষ্টির ফলে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। ফলে বাজার কিংবা দোকানপাটে হাতেগোনা মানুষের ঢল। ঘরে বসে শুয়ে কাটিয়ে দিচ্ছেন বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষ। কিন্তু সেই পরিস্থিতিতেও নাছোড়বান্দা শিশুরা। তার সমস্ত প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টিকে উপেক্ষা করে দুচোখে বাঁধন মুক্ত করতে হাল ছাড়েনি। তাই ঘরে বন্দী না থেকে খেলায় মেতে উঠেছেন কোচবিহার জেলার মাথাভাঙা দুই নং ব্লকের প্রত্যন্ত দেওয়ান বস গ্রামের যীশু ,কালু ,মন্টু ,ঝন্টু ও রিন্টুর মতো ছেলেরা। পাড়ার বেশ কয়েকজন শিশু মিলে দুটি দলে ভাগ হয়ে কোমর কষে নেমে পড়েছেন হাডুডু খেলায়। একনাগাড়ে বৃষ্টি হচ্ছে এতে তাদের ভ্রুক্ষেপ নেই বিন্দুমাত্র। খেলার স্বাদ নিতে একে অপরের দিকে হাডুডু করতে করতে ঝাঁপিয়ে পড়ছে।আর প্রতিপক্ষ টিমের কাউকে না কাউকে ছুঁয়ে কৌশলে আবার নিজের ঘরে ফিরে আসছে। শক্তি আর রণকৌশলের এই খেলায় তাদের কাছে টানা বৃষ্টিতে নতুন করে সংযোজন হয়েছে কাঁদা। ফলে হৈ-হুল্লোড় আর মনের আনন্দে সমস্ত বাধা-বিপত্তিকে উড়িয়ে দিয়ে বৃষ্টিমুখর দিনেও হাডুডু খেলায় সম্মুখ সমরে নেমেছে ছোট্ট ছোট্ট শিশুরা। সেই খেলা দেখতে বৃষ্টিকে উপেক্ষা করেও ছোটদের সাথে নিজেকে নিয়োজিত করতে ভিড় জমাচ্ছে বড়রা ওরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *