সিঞ্জারহাট – নিমাই মোড় যাওয়ার বেহাল রাস্তা
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি,২৬সেপ্টেম্বর; প্রায় আট বছর আগে হলদিবাড়ি ব্লকের সীমান্তবর্তী হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের অধীনে সিঞ্জারহাট থেকে নিমাই মোড় যাওয়ার রাস্তাটি প্রধানমন্ত্রী গ্ৰাম সড়ক যোজনার আওতায় পাকা করা হয়।রাস্তাটি চার বছর ধরে চলাচলে অযোগ্য হয়ে রয়েছে।বেহাল রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটেছে।এ নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ।
স্থানীয় বাসিন্দারা জানান, হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েত এলাকার মানুষ ওই রাস্তা দিয়েই যোগাযোগ রক্ষা করে।রাস্তার ধারেই রয়েছে প্রাথমিক বিদ্যালয় ,তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ।ভাঙ্গা রাস্তার জন্য ছাত্রছাত্রীরাও স্কুলে যাতায়াতে সমস্যায় পড়েছে।ফলে ক্ষোভ দেখা গিয়েছে তাদের মধ্যেও।অভিযোগ বেহাল রাস্তার জন্য এলাকার সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে সমস্যায় পড়েছেন।সমস্যায় পড়েছেন যানবাহন চালকরাও ।রাস্তাটি পাকা করার সময় ভালো উপকরণ ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
এবিষয়ে ওই এলাকার বাসিন্দা তথা বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি প্রভাতচন্দ্র রায় বলেন,রাস্তাটি বেহাল তাই মানুষ সমস্যায় পড়েছে।প্রায়ই দুর্ঘটনা ঘটেছে।রাস্তা পাকা করার পর একবারও সংস্কার হয়নি।বিষয়টি একাধিকবার গ্ৰাম পঞ্চায়েতে,পঞ্চায়েতে সমিতি সহ বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম।কিন্তু কোনো কাজ হয়নি।এবিষয়ে হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রথমি রায় বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর এলাকার বহু রাস্তা সংস্কার করা হয়।বিধান সভার ভোট পর্ব মিটে গেলেই।সিঞ্জারহাট থেকে নিমাই মোড় পযর্ন্ত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।