আলিপুরদুয়ার জেলা বিজেপি এসটি মোর্চার সম্পাদকের দলবদল
ক্ষীরোদা রায়, ফালাকাটা: আলিপুরদুয়ার বিজেপিত বড়সড় ভাঙন। তফসিলি উপজাতি মোর্চার সম্পাদক শ্যাম শৈব সোদে ২০০ জন কর্মী সমর্থক এইদিন বিজেপি থাকি তৃণমূল কংগ্রেস’ত করে। রাইজ্যের মন্ত্রী গৌতম দেব আর মলয় ঘটকের হাত থাকি তৃণমূলের পতাকা হাত’ত নিয়া আলিপুরদুয়ার রবীন্দ্র ভবন’ত দলত্যাগ করিল। এসটি মোর্চার সম্পাদকের দলত্যাগের বাদে জেলা বিজেপিত বড়সড় ভাঙন ধরিল বুলি দাবি তৃণমূলের। উল্লেখ্য যে, শ্যাম শৈব আলিপুরদুয়ার জেলা বিজেপির সদস্য হবার পর বিতা জুন মাসে এসটি মোর্চার সম্পাদক পদ পান। কিন্তু পদে থাকা অবস্থায় শ্যাম শৈব বিজেপি ছাড়ি তৃণমূল কংগ্রেস’ত যোগ দিল। শ্যাম শৈব ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ অঞ্চলের বাসিন্দা। উমুরা ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা ছিলেন। কিন্তু উমার দল বদলের ঘটনা ফালাকাটা বিধানসভা নির্বাচন’ত প্রভাব ফ্যালের পারে বুলি রাজনৈতিক মহলের মত। দলবদলের পর শ্যাম শৈব হামার খবরিয়াক জানাইল, বিজেপিত এসটি মোর্চার সম্পাদক হিসাবে উমাক থান দেওয়া হৈলেও, দল উমাক গুরুত্ব দেয় নাই। সেই কারণে উমুরা বিজেপি ত্যাগ করিল। উমুরা জানায়, দল এমন কিছু গুরুত্বপূর্ণ মিটিং করে সেই মিটিং গুলাত উমাক ড্যাক দেওয়া হয় না। জটেশ্বর’ত বিজেপি রাইজ্য সভাপতি দিলীপ ঘোষ জেলা সংগঠনের সদস্যলার সাথে মিটিং করে। ঐ মিটিং অত দলের জেলা সংগঠনের পক্ষ থাকি শ্যাম শৈব’ক ডেকা হয় নাই বুলি শ্যাম বাবুর অভিযোগ। সেই কারণে উমুরা দল বদল করে বুলি দাবি শ্যাম শৈবর।