স্থায়ী কর্মসংস্থানের দাবিতে প্রাক্তন কেএলওরা স্মারকলিপি দিল জলপাইগুড়িতে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জলপাইগুড়ি জেলা শাসক এবং জেলার পুলিশ সুপারিনটেনডেন্টকে স্মরকলিপি প্রদান করল, সমাজের মূল স্রোতে ফেরা প্রাক্তন কেএলও এবং কেএলও-এর লিঙ্কম্যানরা। এদিন তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি দিয়ে, স্থায়ী কর্মসংস্থান সহ কামতাপুর ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে স্থান দেওয়া, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম ও মৃত্যু দিনে সরকারি ছুটি ঘোষনা সহ বিভিন্ন দাবি জানান। প্রসঙ্গত, বহু দিন থেকেই সমাজের মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন কেএলও এবং কেএলও-এর লিঙ্কম্যানরা কর্মসংস্থানের দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে তারা কামতাপুর নির্যাতিত কমিটির ব্যানারে আন্দোলন শুরু করেন। সেখানে মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন কেএলও এবং কেএলও-এর লিঙ্কম্যানদের কর্মসংস্থানের দাবি সহকারে তাদের উপর মামলা প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, বিগত বাম সরকার কামতাপুর ভাষাভাষী মানুষদের উপর নির্যাতন চালাত এবং তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাতো। এ সরকার যেহেতু কামতাপুর ভাষাভাষীর মানুষের প্রতি শ্রদ্ধাশীল তাই তাদের দাবি গুলোকে মান্যতা দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *