জমির পাট্টা সহ ভাতার দাবিতে সোচ্চার বস্তিবাসী
নিজ খবরিয়া, জলপাইগুড়ি: জমির পাট্টা প্রদান সহ লকডাউন এর কারণে কাজ হারানো মানুষকে মাসিক ৭৫০০ টাকা ভাতা প্রদান। লকডাউনের ছয় মাসের ব্যাংক ঋণের সুদ মুকুব, বিদ্যুৎ বিল মুকুব সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির অবস্থান কর্মসূচিতে মিলিত হলেন বেশকিছু বস্তিবাসী। অধীর চন্দ্র সেন এর সভাপতিত্বে এই অবস্থান কর্মসূচিতে বস্তি উন্নয়ন সমিতির বিভিন্ন নেতৃত্বের মুখ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বস্তিবাসীদের প্রতি বঞ্চনার কথা উঠে আসে। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক হরিপদ চক্রবর্তী, অশোক শা, রমেশ মাহাতো গৌরমোহন অধিকারী সহ অন্যান্য বস্তি উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ।