চা সুন্দরী প্রকল্পে ঘর পাবেন চা শ্রমিকেরা, নাগরাকাটায় প্রচারে বিধায়ক
নাগরাকাটা: রাজ্যের চা শ্রমিকদের কথা চিন্তা করে কিছুদিন আগেই চা সুন্দরী প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি এই প্রকল্পের সুবিধা যাতে চা বাগানের শ্রমিকদের কাছে ঠিকমত পৌঁছায় সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার নাগারাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা চা সুন্দরী প্রকল্পের প্রচারে নেমে পড়লেন। নাগরাকাটা ব্লকের বন্ধ ধরনিপুর চা বাগানে গিয়ে চা সুন্দরী প্রকল্পের বিষয়ে প্রচার চালান তিনি। জানা গেছে, চা সুন্দরী প্রকল্পে ইতিমধ্যে ২৮৪ টি ঘরের বরাদ্দ পেয়েছে নাগরাকাটা ব্লক। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই বিষয়েই প্রচারে নেমে পড়েছেন বিধায়ক। উল্লেখ্য এই চা সুন্দরী প্রকল্পে গৃহহীন চা শ্রমিকদের জন্য চা বাগানের মধ্যেই আবাসন তৈরি করে দিবে রাজ্য সরকার।