ভার্চুয়াল ভাবে ফালাকাটায় পথশ্রী অভিযান
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা,১অক্টোবর:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গ বাসীর জন্য প্রশাসনিক ভবন উত্তরকন্যা থেকে ২দিন যাবত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ভিন্ন প্রকল্প ঘোষণার করলেন। আজ বৃহস্পতিবার ঠিক একই ভাবে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ী থেকে পথশ্রী অভিযানের মধ্য দিয়ে একসঙ্গে রাজ্যজুড়ে পাঁচ হাজার সাতশ কোটি টাকা বরাদ্দ করে ১২০০০কিমি রাস্তার পুনর্নির্মাণ ও রক্ষনাবেক্ষনের শুভ সূচনা করলেন।
মুখ্যমন্ত্রীর এই পথশ্রী অভিযানকে ভার্চুয়াল সভার মধ্য দিয়ে উদযাপন করে রাস্তার কাজের শুভ সূচনা করলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা(১৩ এস.সি .)বিধানসভা কেন্দ্র ।জানাযায় ফালাকাটা হাটখোলা থেকে পশ্চিম ফালাকাটা পর্যন্ত এদিন একটি রাস্তার শুভ সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার মধ্য দিয়ে।
ফালাকাটায় এ দিনের পথশ্রী অভিযান ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক ইন্দ্রজিৎ তালুকদার, ফালাকাটা বিডিও সুপ্রতীক মজুমদার , ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা ও ফালাকাটা ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ কুন্ডু সহ আরো অনেকেই।
এবিষয়ে ফালাকাটা বিডিও সুপ্রতীক মজুমদার জানান মুখ্যমন্ত্রী পথশ্রী অভিযান মধ্যে দিয়ে যে ১২০০০ রাস্তার কাজের শুভ সূচনা করলেন তারমধ্যে ফালাকাটা ব্লকের ১৪টি রাস্তা রয়েছে। আজ একটি রাস্তার শুভ উদ্বোধন করা হলো মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার মধ্য দিয়ে। বাকি রাস্তাগুলো ১৫দিনের মধ্যে কাজ শুরু করা হবে।