পানীয় জল পরিসেবা থেকে বঞ্চিত দেওয়ানগঞ্জের বাসিন্দারা
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি;-কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের এলাকাগুলিতে পানীয় জল পৌঁছে দিতে দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অধীনে হুদুমডাঙ্গায় একটি জলধারা বসানো হয়। প্রায় ৬ বছর আগে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে দেওয়ানগঞ্জ ও পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ শুরু হয়। অভিযোগ, প্রয়োজনীয় পরিকাঠামো থাকলেও পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের সম্পূর্ণ অংশ পানীয় জলের পরিসেবা থেকে বঞ্চিত। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানিয়ে ও কাজের কাজ কিছুই হয়নি। এতেই ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় জনমানসে।জানা গিয়েছে, পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অন্তগর্ত সেনপাড়া,সুইডাঙ্গা,সরকার পাড়া,নয়ার হাট ,গাছবাড়ি,বরুণ ক্যাম্প, সহ বিভিন্ন এলাকার মানুষ পরিস্রুত পানীয় জল পরিসেবা থেকে আজও বঞ্চিত।এদিকে জলধার সংলগ্ন এলাকায় প্রায় দেড়শো স্ট্যান্ডপোস্ট বসানো হয়। কিন্তু সেগুলির স্টপকক না থাকায় দৈনিক হাজার হাজার লিটার জল অপচয় হচ্ছে।এতেই ক্ষুব্ধ স্থানীয়রা।
স্থানীয় জনৈক বাসিন্দা বাপি সরকার, অমিত সেন,কৈলাস রায়, গোবিন্দ রায়ের অভিযোগ পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের সম্পূর্ণ এলাকা এখনও পরিস্রুত পানীয় জলের পরিসেবা থেকে বঞ্চিত। সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের গাফিলতিতে রোজ প্রচুর পানীয় জল অপচয় হচ্ছে।অবিলম্বে স্টপকক লাগিয়ে পানীয় জল অপচয় বন্ধ করতে হবে।অন্যদিকে,পরিকাঠামো থাকা সত্ত্বেও পানীয় জল পৌঁছায়নি যেখানে সেখানে পরিসেবা দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পারমেখলিগঞ্জ অঞ্চলের পঞ্চায়েত সদস্য উত্তম বর্মন জানান, এই পানীয় জল বিষয়ে একাধিক বার জানানো হলেও কোনও লাভ হয়নি। এ বিষয়ে হলদিবাড়ির বিডিও সঞ্জয় পন্ডিত বলেন,পারমেখলিগঞ্জে পানীয় জলের সমস্যা খুব শীঘ্রই সমাধানের চেষ্টা করা হবে।