দেওয়ান গঞ্জের বুড়ি তিস্তা নদীর সেতু ভেঙ্গে পড়ার আশঙ্কা


বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি:- দেওয়ান গঞ্জ অঞ্চলে বুড়ি তিস্তা নদীর পাকা সেতুর বেলিং ভেঙ্গে গিয়েছে অনেক দিন আগেই। যেকোন সময় এই ভাঙ্গা বেলিং দুঘটনার কারণ হতে পারে।্সে্যতুটিরও বেহাল অবস্থা সেতুর লোহার খুঁটি গুলি নড়বড়ে। তাই বর্ষার আগেই হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের মিস্ত্রি পাড়া ও বানিয়া পাড়া এলাকার বাসিন্দারা চিন্তিত। তাঁদের কথায়, দেওয়ানগঞ্জ সংলগ্ন এলাকার গুরুত্বপূর্ণ সেতুর দুর্বল অবস্থার ব‍্যাপারে তাঁরা স্থানীয় প্রশাসন সহ নানা মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।কিন্তু এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।সেতুটি ভেঙ্গে পড়তে পারে।মিস্ত্রি পাড়ার বাসিন্দারা জানিয়েছেন।সেতুর লোহার খুঁটিতে মরচে ধরে গিয়েছে।খুঁটি অনেক জায়গায় ভেঙ্গে গিয়েছে।ওই সেতু দিয়ে প্রতিদিন মিস্ত্রি পাড়া ও বানিয়া পাড়া এলাকার মানুষ চলাচল করেন।এই দুটি গ্ৰাম শুধু এই সেতুর উপর নির্ভরশীল। বর্ষায় নদীতে জল বাড়লে বাসিন্দাদের মনে আতঙ্ক বাড়ে।বাসিন্দাদের অভিযোগ, এই সেতুর উপর দিয়ে ঠিক মতো যাতায়াত করা যায় না এবং সেতুটি দুলতে থাকে।মাল বোঝাই বড়ো গাড়ি এই সেতু দিয়ে পাাার হওয়ার কোনো সাহস নেই।
স্থানীয়রা অবিলম্বে সেতুটি সারাইয়ের দাবি জানিয়েছেন।তাঁরা একটি নতুন সেতুর দাবি তুলেছেন।সেতুর দুরবস্থার কথা স্বীকার করে মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, সেতুটির বিষয়ে আমি একাধিক বার প্রশাসনিক মহলে আলোচনা করেছি।লকডাউন পুরোপুরি উঠে যাওয়ার পর এই বিষয়ে প্রয়োজনীয় উদ্দ‍্যোগ গ্ৰহণ করবো।হলদিবাড়ির বিডিও সঞ্জয় পন্ডিত বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *