লরিতে সাইকেল আরোহীর ধাক্কা, আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে সাইকেল আরোহী
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৩ অক্টোবর:- অসচেতন ভাবে সাইকেল নিয়ে জাতীয় সড়কে উঠলে লরিতে ধাক্কা খেয়ে গুরুতর জখম হলেন ষাটোর্ধ্ব এক সাইকেল আরোহী। লরিটিকে আটক করে ঘটনার তদন্তে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের ফালাকাটা কোচবিহার ৩১ নং জাতীয় সড়কের কুশিয়ার বাড়ী বাজার এলাকায়। জানা গিয়েছে, শনি বার আলিপুর দুয়ার ১ ব্লকের যোগেন্দ্র নগর গ্রামের চার জন শ্রমিক সাইকেলে চেপে ঘোকসাডাঙ্গা এলাকায় বাঁশ কাটার জন্য বেরিয়ে পরে। তারা কুশিয়ার বাড়ী বাজার পার করে ৩১ নং জাতীয় উঠলে কোচবিহার থেকে ফালাকাটা গামী একটি লরি আচমকা সামনে এসে যায়। অসচেতন বসত জাতীয় সড়কে উঠে লরিটিকে দেখে হকচকিয়ে যায় সাইকেল আরোহী চন্দ্র কান্ত অধিকারী। এবং সাইকেলে ব্রেক কম ধরায় ট্রাকের পিছনের দিকে ধাক্কা খায়। ট্রাকের হুকের সঙ্গে মাথায় আঘাত লাগায় প্রচুর রক্ত ক্ষরণ হয়। লরির চালক একটু এগিয়ে লরি দার করান। স্থানীয়রাই প্রথম আহত চন্দ্র কান্ত অধিকারীকে উদ্ধার করে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। সেখানে সেই সময় উপস্থিত ছিলেন কোচবিহার জেলাপরিসদের সভাধিপতি উমাকান্ত বর্মন তিনি গাড়ী দার করিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেন বলে জানান স্থানীয়রা। পরবর্তীতে জানা যায় আঘাত গুরু তর হওয়ায় সেই জখম ব্যক্তিকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। চালক সহ সেই লরিটিকে থানায় নিয়ে গিয়ে তদন্তে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।