স্মৃতি রক্ষার্থে ফুটবল টুর্নামেন্ট!
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: ভুটানিরঘাট ফুটবল একাডেমি,ফুলবাড়ী ফুটবল একাডেমি ও ফালাকাটা ভেটেরান্স ক্লাব এর সহযোগিতায় স্বর্গীয় যোগেশ চন্দ্র বর্মন স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় হীরালাল সিংহ স্মৃতি রানার্স আপ ট্রফি ও স্বর্গীয় বিমল রায় স্মৃতি ফেয়ার প্লে ট্রফির স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, সিঙ্গিজানি খেলার মাঠ ও ভুটানিরঘাট ফুটবল ময়দানে যে লীগ খেলাটি গত পাঁচই সেপ্টেম্বর ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছিল।আজ চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় ভুটানীরঘাট ফুটবল ময়দানে। আজকের চুড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে ভুটানিরঘাট তরুণ সংঘ এবং ভুটানিরঘাট ফুটবল একাডেমি। নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল না হওয়ায়, ভুটানিরঘাট ফুটবল একাডেমি কিক্ অফ পেনাল্টি তে ৬-৫ গোল এ জয়লাভ করে | তৃতীয় স্থান নির্ণায়ক খেলায় ফুলবাড়ী ফুটবল একাডেমি ১-০ গোলে সিঙ্গিজানির সাথে জয়লাভ করে। এছাড়াও ভুটানিরঘাট ফুটবল একাডেমির তরফ থেকে এদিন সংবর্ধনা দেওয়া হয় করোনা যোদ্ধাদের , সাথে সম্বোর্ধনা দেওয়া হয় স্থানীয় অবসর প্রাপ্ত খেলোয়াড়দের । এছাড়া এদিন দর্শকদেরও মাস্ক বিলি করা হয় খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে । এদিনই উদ্বোধন হয় ফালাকাটা ভেটেরান্স ক্লাব এর সহযোগিতায় দীর্ঘ কালীন হ্যান্ডবল ও ফুটবল কোচিং সেন্টারের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল পদ সরকার , ফালাকাটা ভেটারেন্স ক্লাবের সম্পাদক সুভাষ রায় , প্রাক্তন ফুটবলার তথা শিক্ষক দীনেশ চন্দ্র রায়, ক্রীড়াপ্রেমী দীনেশচন্দ্র বর্মন, পঞ্চায়েত সদস্যা তাপসী গোলদার সরকার প্রমূখ।