কেপিপি এর ব্লক কমিটির পুনর্গঠন
নিউজ ডেস্ক, কোচবিহার: মঙ্গলবার কেএসও এর কোচবিহার জেলার কোচবিহার-২ নং ব্লক কমিটি পুনর্গঠন করা হল। এদিনে এই নতুন কেএসও কমিটির সভাপতি করা হয় রঞ্জন রায়কে, সম্পাদক করা হয় মানব বর্মনকে, কোষাধক্ষ্য করা হয় শুভ রায়কে । আজকের এই কমিটি পুনর্গঠন সভায় উপস্থিত ছিলেন কেপিপির সুপ্রিমো অতুল রায়, কেপিপির কোচবিহার জেলার সদস্য তোবারক মিঞা, মনরঞ্জন বম্মন, কেএসও এর কোচবিহার জেলার সভাপতি সন্তোষ বর্মন, কেএসও এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন প্রমুখ। আজকে কেএসও কমিটি পুনর্গঠন সভায় কেএসও এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বম্মন জানান , আমরা খুবই আশাবাদী মূখ্যমন্ত্রী আগামী ২০২১ সালে কামতাপুরী ভাষায় প্রাথমিকে পঠন-পাঠন চালু করার বিষয়টি দ্রুত ঘোষণা করবেন ও পদক্ষেপ নেবেন, কিন্তু তিনি এও জানান যদি মূখ্যমন্ত্রী পঠন-পাঠন চালু করার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তবে আগামী বিধানসভা ভোটে তার প্রভাব পড়বে বলে তিনি জানান, এমনকি পঠন-পাঠন চালু না করা হলে কেএসও উত্তরবঙ্গে আমরণ অনশন, ধন্যা, পদ অবরোধ করতে বাধ্য হবে এবং উত্তরবঙ্গকে অচল করে দেবে।