পাইথন উদ্ধার কাঠাল তলায়
সৌমিত্র বর্মন, ফুলবাড়ি: মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ির কাঠাল তলা এলাকা থেকে উদ্ধার হলো একটি পাইথন।বুধবার সকালে কাঠাল তালা এলাকা থেকে পাইথনটি উদ্ধার করে এলাকার সর্প প্রেমী ধনঞ্জয় বর্মন।জানা যায়,সাপটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা এবং ওজন প্রায় সাড়ে চার কেজি। সাপটি দেখতে এলাকাবাসীরা ভিড় জমান।
জানা যায়,কাঠাল তালা এলাকায় এক ব্যক্তি মাছ ধরার জাল তুলতে গিয়ে গতকাল রাতে সাপটি জালের মধ্যে আটকে থাকতে দেখতে পান এবং ভয় পেয়ে জাল রেখে তিনি চলে আসেন।বুধবার সকালে খবর পেয়ে সর্প প্রেমী ধনঞ্জয় বর্মন সাপটি উদ্ধার করে বনদপ্তরকে খবর দেন।
সর্প প্রেমী ধনঞ্জয় বর্মন বলেন,এদিন সকালে কাঠালতলা এলাকা থেকে প্রায় সাড়ে তিন ফুট লম্বা পাইথন উদ্ধার করা হয় এবং বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান।
বনদপ্তর সূত্রে খবর, সাপটি নিয়ে এসে হিন্দুস্তান মোড় এলাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়।