ধূপগুড়িতে বাস-ডাম্পার মুখোমুখি ধাক্কা, আহত ৩৫

সুব্রত রায়, ধূপগুড়ি: বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, জাতীয় সড়ক থেকে নয়নজুলিতে ছিঁটকে পড়লো বাস আহত হয় প্রায় ৩৫ জন যাত্রী৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি শহর পেরিয়ে ধূপগুড়ি-ময়নাগুড়ি রোডে ঝুমুর এর লাল স্কুল এলাকায়। যাত্রীবাহী বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, বাসটি শিলিগুড়ি থেকে জয়গাঁর দিকে যাচ্ছিলো। ঠিক সেই সময় উলটো দিক একটি ডাম্পার লাল স্কুল মোড়ের কাছে দ্রুত গতিতে বাসটিতে ধাক্কা মারে, বিকট শব্দ শোনা যায়। বিকট শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ধূপগুড়ির দমকল কর্মীদের। ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। উদ্ধার কার্য শুরু হয়। বেশ কয়েকজন আটকে থাকে গাড়ির ভেতরে, জানলা দরজা ভেঙে তাদেরকে বের করা হয়। উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে তাদের নিয়ে আসা হয়। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে এশিয়ান হাইওয়ে ৪৮, ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি গামী সড়ক। আহতদের ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা করা হয়। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। একজন কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে থাকায় রোগীদের নিয়ে হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের। পরছ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ধূপগুড়ি পুরসভার ভাইস-চেয়ারম্যান রাজেশ কুমার সিং। তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকদের ফোন করে চিকিৎসক পাঠানোর কথা বললে তখন আরো একজন চিকিৎসক আসেন। এর পরেই আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। তবে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে জলপাইগুড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। পুরসভার এম্বুলেন্স করে আহত রোগীদের জলপাইগুড়ি নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হয়। আহতদের পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে। ধূপগুড়ি থানার পুলিশ জানায় দূর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিভাবে দূর্ঘটনা ঘটলো তাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *