কেপিপি এর কমিটি পুনর্গঠন ধুপগুড়িতে

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: রবিবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ইষ্ট-জোন কমিটির পুনর্গঠন করা হল। এদিনের এই নতুন কমিটির সভাপতি করা হয় মিন্টু রায়কে, সহ সভাপতি করা হয় অমল রায়কে, সম্পাদক করা হয় জলধর রায়কে, সহ সম্পাদক করা হয় অতুল রায়কে, কোষাধক্ষ্য করা হয় Purnima Ray কে। মোট ২১ জনের ধুপগুড়ি ইষ্ট-জোন কমিটির পুনর্গঠন করা হয়। এদিনের কমিটির পুনর্গঠন সভায় হাজির ছিলেন কেপিপির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বিমল বর্মন, কেপিপির জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক সহিদুল আলম, কেপিপির ধুপগুড়ি ব্লক কমিটির সম্পাদক প্রদীপ রায়, কেএসও এর জলপাইগুড়ি জেলা কমিটির সহ সম্পাদক জয়ন্ত রায় ও কেএসও এর উপদেষ্টা ত্রিদীপ সিংহ চৌধুরী প্রমুখ।কেপিপির জলপাইগুড়ি জেলা সভাপতি জানান, আগামী ২০২১ সালে কামতাপুরী ভাষায় প্রাথমিক স্তরে পঠন-পাঠন চালু করার কথা যাতে মূখ্যমন্ত্রী দ্রুত ঘোষণা করে তার আহ্বান জানান। তিনি এও জানান আগামী পঠন-পাঠন চালু না করলে তৃনমূলকে বিধানসভা ভোট তার হিসাব দেবেন বলে তিনি হুশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *