নবগঞ্জ বাজার থেকে উদ্ধার হলো একটি গোখরো সাপ
সৌমিত্র বর্মন, ফুলবাড়ি :- মাথাভাঙ্গা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের নবগঞ্জ বাজার থেকে উদ্ধার হলো প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটি গোখরো সাপ।নবগঞ্জ বাজারের দূর্গা মন্দিরের পাশে একটি ঘর থেকে সাপটি উদ্ধার করেন এলাকার যুবক ধনঞ্জয় বর্মন। জানা যায়,সোমবার নবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে প্যান্ডেল তৈরীর কাজ চলছিল।দূর্গা মন্দিরের পাশের একটি ঘর পরিষ্কার করতে গিয়ে এক ব্যক্তি সাপটি দেখতে পেয়ে ব্যবসায়ীদেরকে জানান।পরে এক ব্যবসায়ী এলাকার যুবক ধনঞ্জয় বর্মনকে খবর দেন। খবর পেয়ে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন ধনঞ্জয় বাবু।ধনঞ্জয় বাবু বলেন, নবগঞ্জ বাজারের এক ব্যবসায়ী আজ সকালে আমাকে খবর দেয়। খবর পেয়ে সেখানে গিয়ে ব্যবসায়ী সমিতির একটি ঘর থেকে প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটি গোখরে সাপ উদ্ধার করে বনদপ্তরকে জানাই।বনদপ্তর সূত্রে খবর, বনকর্মীরা এসে সাপটি উদ্ধার করে মাথাভাঙ্গার একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।