নেতাজীর মূর্তির উন্মোচন করলেন জেলা শাসক
মিন্টু সিংহ, বিধাননগর: সোমবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গনে নেতাজী সুভাষ চন্দ্র বোস এর মূর্তির আবরন উন্মোচন করলেন দার্জিলিং জেলার শাসক এস পোনামবলম ও শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ। নেতাজী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এর পরে বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় অফিসের নতুন ভবন পরিদর্শন করেন দার্জিলিং জেলা শাসক এস পোনামবল্লম।
এছাড়া এদিন পঞ্চায়েত সভাকক্ষে দার্জিলিং জেলা শাসকদের উপস্থিতিতে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীদের নিয়ে সাধারণ সভা করা হয়। দার্জিলিং জেলা শাসক এস পোনামবল্লম জানান সরকারি যে কাজ থাকে পূজার পরে কিভাবে করবো। এখন করোনা রোগের মধ্যে যে অসুবিধা রয়েছে তা কিভাবে সরকারি কাজের মাধ্যমে অসুবিধা একটু কমানো যায় এই বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া কোভিড পরিস্থিতিতে এখন কি করতে হবে মেম্বারদের বলা হয়েছে।
এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার শাসক এস পোনামবল্লম, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ, বিধাননগর নম্বর ২ পঞ্চায়েতের প্রধান সুজয় মজুমদার,উপপ্রধান নবিন মাঝি, মূর্তি নির্মাণ ও অনুদানকারী শ্যাম পাল ও পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা।